প্রশাসনের সঙ্গে দক্ষিণ রাউজান পূজা পরিষদের মতবিনিময়

রাউজান প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব নিয়ে প্রশাসনের সঙ্গে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা গতকাল শনিবার কেন্দ্রীয় গঙ্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রকাশ শীল। সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, ওসি আবদুল্লাহ আল হারুন, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দিন, চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, রোকন উদ্দিন, বাবুল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ মোজাফফর আহমদ, আরিফুল আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ, বিশ্বজিৎ চৌধুরী, চন্দন বিশ্বাস, খোকন সেন, ধনা মালাকার, অজিত বিশ্বাস, শ্যামল বিশ্বাস, রাজেশ মালাকার, উদয় দত্ত অর্ক, উজ্জল দেব নাথ, সুজন চক্রবর্তী, টুটুন মহাজন, প্রণব দাশ, রুবেল বৈদ্যসহ পরিষদের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় কৃষক লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধউইকন প্রপার্টিজের সাথে মিউচুয়াল ট্রাস্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর