চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ৭৫‘র ১৫ আগস্ট জাতির জনককে হত্যার মাধ্যমে এদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল ঘাতক চক্র। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর মানবসম্পদ গড়ে ডিজিটাল বাংলাদেশ তৈরী করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মিশনে দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডিপ্লোমা প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।
গতকাল নগরীর আইবির ভবনে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী প্রতিপাদ্যে গণ-প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াসার বোর্ড সদস্য জাফর আহমদ সাদেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে সদস্য প্রকৌশলী মুনির উদ্দিন আহম্মদ, আইডিইবি’র উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা দেওয়ান মাহমুদ আহমেদ, সেভেন রিং সিমেন্টের ম্যানেজার এ.বি.এম ইফতেখার আলম সিদ্দিকী, চসিক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।