প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

প্রিমিয়ার সিএসই বিভাগের ওরিয়েন্টশনে ড. অনুপম

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৯তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌফিক সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অনুপম সেন বলেন, বিজ্ঞানের কল্যাণে সুদূর অতীত থেকে নানা কিছু আবিষ্কার হচ্ছে। বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল প্রভৃতি বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। এসব আবিষ্কার প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের পথে বিজ্ঞানীরা। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে এগিয়ে নিতে হবে। এগিয়ে নিতে হবে দেশকে। মানুষের কল্যাণে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে, কিছু কিছু প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য নয়, যেমন, আণবিক বোমা প্রভৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আণবিক বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকি নামক দুইটি শহরকে ধ্বংস করে দিয়েছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাহীদ মো. আসিফ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পূজা চক্রবর্তী ও মো. নেয়ামুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় এমপি জাফর ও লিটুকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশ্রমিক সংহতি ফোরামের সভা