প্রযুক্তির কুফলকে বদলে দিতে মিডিয়া কর্মীদের ভূমিকা পালন করতে হবে

দায়িত্বশীলদের কর্মশালায় মাওলানা শাহজাহান

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

প্রযুক্তির কুফলকে বদলে দিতে মিডিয়া কর্মীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরতে হবে। পক্ষপাতিত্বের সাংবাদিকতা পরিহার করতে হবে।

গত ১ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা প্রচার ও আইটি বিভাগের দায়িত্বশীলদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ। দারসুল কোরআন পেশ করেন মাওলানা প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বক্তব্য দেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জামায়াতে ইসলামী মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী ও হামেদ হাসান ইলাহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে লিঙ্কডইন ব্যবহার বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ