প্রভাবশালী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ক্ষমতার লড়াই

মহেশখালীর দুই ইউপি নির্বাচন

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

মহেশখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইউনিয়ন বড় মহেশখালী ও কালারমারছড়ায় আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দুই ইউনিয়নের ১৫ জন চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার পদে সাধারণ আসন ও সংরক্ষিত মহিলা আসনসহ ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চার সাবেক চেয়ারম্যান পুত্রদের মধ্যে। তম্মধ্যে আবার দুজন বর্তমান চেয়ারম্যানও রয়েছে। সব মিলিয়ে দুটি ইউনিয়নে প্রভাবশালী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ক্ষমতার লড়াই।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে কালারমারছড়া ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ ইউনিয়নে মেম্বার পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে লড়বেন। কালারমারছড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৩৬ হাজার ১১২জন। মোট কেন্দ্র ১৭টি। বুথের সংখ্যা ১০১টি।অপরদিকে বড় মহেশখালী ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে লড়বেন। এছাড়া ৭০ জন সাধারণ সদস্য এবং ১৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড় মহেশখালীতে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৩০ জন। মোট কেন্দ্র ১৫টি। বুথের সংখ্যা ৯১টি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন বলেন, মহেশখালীতে এই প্রথম ইউপি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিকভাবে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পর্যাপ্ত আইন-শৃক্সখলা বাহিনী মোতায়েন থাকবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই বলেন, ভোটাররা যাতে নিরাপত্তার সাথে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশসহ আইন-শৃক্সখলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়াটিক কটন মিলস এমডির ১৫ মাসের সাজা
পরবর্তী নিবন্ধনাফ, সাবরাং ও সোনাদিয়ায় হবে তিন ট্যুরিজম পার্ক