প্রবীণরা করুণা নয়, চান প্রাপ্য সম্মান ও অধিকার

মোহরায় আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:১৬ পূর্বাহ্ণ

১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সকাল ৮টায় সংঘের মোহরা কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার অফিসে গিয়ে শেষ হয়। এরপর সংঘের সহসভাপতি বাবু মতিলাল দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, সদস্য খায়রুল বাশার, মাস্টার কামাল উদ্দীন, নাছির উদ্দীন, বাবু মনোজ কুমার দত্ত, ডা. নুরুল হুদা মিজান প্রমুখ। সভায় মোরশেদুল আলম কাদেরী ‘বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বলেন, বর্তমান করোনাকালে প্রবীণদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। আমরা চাই বাংলাদেশ একটি প্রবীণ হিতৈষী দেশ হিসেবে গড়ে উঠুক। প্রবীণরা করুণা নয়, চান প্রাপ্য সম্মান ও অধিকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকতটা প্রস্তুত কলেজগুলো
পরবর্তী নিবন্ধনৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে