নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

লোহাগাড়া উপজেলা আ. লীগের সভায় মোছলেম

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, উপজেলা, জেলা, কেন্দ্রে ক্ষমতার সমন্বয় না থাকলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হয় না। স্থানীয় সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে পারলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে তারই মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে। তিনি বলেন, আগামী ২০ অক্টোবর লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ৪ অক্টোবরের মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীদের নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। অন্যথায় তাদের দলের সকল পদপদবী থেকে বহিষ্কার করা হবে। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের পক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, আনোয়ার কামাল ও উপদপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন নুরুচ্ছাফা চৌধুরী, নুরুল কবির, এস এম ইউনুচ ও সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জান মো. সিকদার, এরশাদুল হক ভেট্টু, নুরুল ইসলাম, নিবাস দাশ সাগর, আব্দুল হামিদ বেঙ্গল, মাহমুদুল হক, কাশেম মিয়া, ফরিদ আহমদ, আনিস উল্লাহ, নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মো. মিয়া ফারুক, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, শহিদুল হক হোসাইনী, মোজাহিদ বিন কাইছার, আবু ইউসুফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণরা করুণা নয়, চান প্রাপ্য সম্মান ও অধিকার
পরবর্তী নিবন্ধউখিয়ায় গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২