প্রবাসী বন্ধুর পাঠানো স্বর্ণ হজম করতে পারলেন না সাইমন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১৫ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হিম্মত আলীর পুত্র সৌদি প্রবাসী বাবুল মিয়া (৩৫) তাঁর ছোট ভাই আব্দুল খালেককে দেওয়ার জন্য অপর সৌদি প্রবাসী ঘনিষ্ঠ বন্ধু সাইমন উদ্দিনের (২৬) মাধ্যমে ২৩ ভরি স্বর্ণালঙ্কার দেশে পাঠান।

সাইমন উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বশরতনগর গ্রামে। কিন্তু এতগুলো স্বর্ণালঙ্কারের লোভ সামলাতে না পেরে আত্মসাৎ করার উদ্দেশ্যে দেশে আসার পর থেকে বন্ধু বাবুল মিয়ার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সাইমন এবং বাবুল মিয়ার ভাই আব্দুল খালেকের কাছে স্বর্ণালঙ্কারের কথা সম্পূর্ণ অস্বীকার করে।

এ ঘটনায় আব্দুল খালেক গত ২১ ফেব্রুয়ারি ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (ডিএমপি ঢাকার জিডি নং-১১২১) করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম পুলিশ সুপারকে নির্দেশ দেন।

চট্টগ্রাম পুলিশ সুপারের মৌখিক নির্দেশে ডায়েরির সূত্র ধরে গতকাল শুক্রবার রাতে বশরতনগর গ্রামে অভিযান চালিয়ে সাইমন উদ্দিনকে আটক এবং তার স্বীকারোক্তি অনুসারে ২৩ ভরি স্বর্ণালঙ্কারও উদ্ধার করে সীতাকুণ্ড পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বিমান বন্দর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি এবং তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমন উদ্দিনের কাছ থেকে ১২টি স্কর্ণের চুরি ও ১টি স্বর্ণের বার মোট ওজন ২৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

তবে স্বর্ণালঙ্কার উদ্ধারের পর বাদীপক্ষ সাইমুন উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার বাবুল মিয়ার ভাই আব্দুল খালেককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসবাস
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে অভিযান, জরিমানা