সিএসডির সভাপতি প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবলড–এর (সিএসডি) স্মরণসভা গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিএসডির নতুন সভাপতি শওকত হোসেন। বক্তব্য রাখেন সহসভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বিশু, সমন্বয়কারী নূর উদ্দীন জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক বাসুদেব সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা নুর জাহান রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক রেয়াজ মোহাম্মদ, কোষাধ্যক্ষ রাজীব সাহা, সাংগঠনিক সম্পাদক গাজী লোকমান হাসান চৌধুরী, শিক্ষা ও জনস্বাস্থ্য সম্পাদক ডা. তাসলিম চৌধুরী, সহ–শিক্ষা জনস্বাস্থ্য সম্পাদক ডা. আবু তৈয়ব, দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন হক, ক্রীড়া সম্পাদক বিশ্বরূপ দাশগুপ্ত, নির্বাহী সদস্য মুহাম্মদ হামিদ হাসান নোমানী, মাখন বণিক, মোহাম্মদ মুনসুর মিয়া, রাজেশ চক্রবর্তী, রাজীব রক্ষিত ও মোহাম্মদ মিজান। বক্তারা বলেন, প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে দেশ একজন শিক্ষাবিদকে হারাল। প্রেস বিজ্ঞপ্তি।











