প্রফেসর মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকাল

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠা ডিজি প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খান (৯৫) গতকাল রবিবার সকাল ১০টায় নগরীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাঠে, সন্ধ্যায় লোহাগাড়া চুনতি ডিপুটি বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার, কক্সবাজার আন্তর্জাতিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কিবরিয়া ভুইয়া, কলা অনুষদের সাবেক ডিন ড. সেকান্দর চৌধুরী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. বুরহান উদ্দিন, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর ড. আবুল কাসেম, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শওকত আলী নুর ও সাধারণ সম্পাদক সালামতুল্লাহ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, লেখক আহমদুল ইসলাম চৌধুরী, লায়ন হাকিম আলী, কবি এসএম সিরাজ উদ দোলা, মাওলানা রেজাউল করিম তালুকদার, লায়ন সিএসকে সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ মুছা কলিমুল্লাহ, অধ্যক্ষ ড. রেজাউল কবির চৌধুরী প্রমুখ। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ছগীরের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পানি দিবসের সভা