প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের (প্রেষণে) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (সরকারি কলেজ) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত পরিপত্রে তাঁকে নিয়োগ দেয়া হয়। হাটহাজারীর গড়দুয়ারায় জন্মগ্রহণকারী আবদুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গড়দুয়ারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হাটহাজারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তাঁর স্ত্রী শাহীনুর বেগম বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। স্ত্রীও চবি ২৬ তম ব্যাচের শিক্ষার্থী। মামুনশাহীনুর দম্পতির দুই কন্যা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে রান্না ও গোয়াল ঘরে দুর্বৃত্তদের আগুন
পরবর্তী নিবন্ধভবন নির্মাণে ‘চাঁদা দাবি’ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি