প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সভা

কৃষ্ণকুমারী স্কুল

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও বেনামি চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার প্রতিবাদে গতকাল দুপুরে স্কুলের শিক্ষক মিলনায়তনে সহপ্রধান শিক্ষক আহমদ হোছাইনের সভাপতিত্বে এক সাধারণ সভায় একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীনুর জাহান, জাহানুর খান, নাছিমা আক্তার, রুমা দেব, পূরবী কর, বনানী দাশ, শাহেদা বেগম, সহকারী শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্য, নুরুল আজিজ, মোহাম্মদ ইউছুপ, সাইয়েদা তাসলিমা আইরিন, সংগীতা কর চৌধুরী, মাহবুবা তামান্না, প্রশান্ত বড়ুয়া, উম্মে হানি, রোকেয়া বেগম, সূচনা রানী ধর, উজ্জ্বল পান্থ, ইয়াসমিন নাহার, ঝুমকা মল্লিক, অপর্ণা বড়ুয়া, জুনায়েদ বিন খালেদ, লিটন চৌধুরী, পম পম দাশগুপ্তা প্রমুখ।

সভায় শিক্ষকবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি খালি ছিল। বর্তমান প্রধান শিক্ষক এই স্কুলে আসার পর থেকে লেখাপাড়ার মান উন্নত হয়েছে। এই স্কুল থেকে প্রাথমিকে ছাত্রীরা বৃত্তি পাচ্ছে। এসএসসি পরীক্ষার ফলাফল পূর্বের তুলনায় ভালো হচ্ছে। শিক্ষার সামগ্রিক পরিবেশেও অগ্রগতি হয়েছে। এই অবস্থায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে মিথ্যা অভিযোগ তুলছে। বিদ্যালয়ের সকল শিক্ষক এর প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। গতকাল কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে স্কুলের সহ প্রধান শিক্ষক আহমদ হোছাইন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) জীবন অনুসরণই মানবতার মুক্তির পথ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি