প্রধানমন্ত্রী জীবনের গল্প শুনিয়েছেন : চঞ্চল চৌধুরী

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের চিত্রায়ণ শুরু হবে ২৫ জানুয়ারি। ১০ এপ্রিল পর্যন্ত মুম্বাইয়ে চলবে প্রথম লটের চিত্রায়ণ। এরপর বাংলাদেশে হবে দ্বিতীয় লটের কাজ। এমন পরিকল্পনাই করেছে টিম। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শেখ লুৎফর রহমানের ৪০ থেকে ৬০ বছরের চরিত্রটি করবেন চঞ্চল। আর শেষ বয়সটা করছেন খাইরুল আনাম সবুজ।
বায়োপিকে অভিনয় ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, কোন চরিত্রে অভিনয় করছি, সেটা বড় কথা নয়। এ সিনেমাটি ইতিহাসের একটি দলিল হয়ে থাকবে। এতে অভিনয়ের মাধ্যমে আমিও ইতিহাসের একটি অংশ হতে পারব।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব সাহার নতুন গানচিত্র ‘একটু একটু করে’
পরবর্তী নিবন্ধবিটিভিতে শর্মিলী আহমেদের ইস্টিশন