বিটিভিতে শর্মিলী আহমেদের ইস্টিশন

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

জোহরা রহমান ৭০/৭৫ বৎসরের সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত একজন বৃদ্ধা। তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে বিদেশে থাকে। ছোট ছেলে তানভির তার স্ত্রী আফরিন ও তাদের একমাত্র ছেলে ফারহানকে সাথে নিয়ে তিনি তার স্বামীর কাছ থেকে অর্জিত নিজের নামে লিখে দেয়া সাড়ে পাঁচ কাঠার বাড়িতে থাকেন। হঠাৎ করেই একদিন ছেলে তানভির জোহরার স্বামীর কাছ থেকে অর্জিত বাড়িটি এপার্টমেন্ট কোম্পানিকে দিতে চায়। জোহরা স্বামীর শেষ চিহ্নটুকু দিতে রাজি হয় না। এ নিয়ে বিদেশে থাকা মেয়েও কটু কথা বলে জোহরাকে। তানভির তার স্ত্রী পুত্রকে নিয়ে জোহরাকে না বলেই ১০/১২ দিনের জন্য বেড়াতে যায়। জোহরা বুঝতে পারে তাকে তার ছেলেমেয়েরা পছন্দ করেন না। তাই এক প্রকার সকলের অগোচরে বাধ্য হয়ে ঘর ছাড়েন জোহরা রহমান। কোথায় যান সেটা উল্লেখ না করেই একটা চিঠি লিখে বাড়ি ছাড়েন জোহরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী জীবনের গল্প শুনিয়েছেন : চঞ্চল চৌধুরী
পরবর্তী নিবন্ধযে কারণে বাড়ছে বিআইপি অ্যাপ ব্যবহার