প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল

তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল। শান্তি চুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, সুপেয় পানিসহ সর্বাত্মক উন্নয়ন অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমূল পরির্বতন ঘটছে।
গতকাল শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে চিনি পাড়া রংকিমুখ খালের উপর নির্মাণাধীন ব্রীজ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুক্লোন ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান পুর্ণচন্দ্র ম্রোসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযৌতুক নিরোধ আইন আরো শক্তিশালী করার আহ্বান
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে পটিয়ায় উন্নয়ন দৃশ্যমান