প্রধানমন্ত্রীর সমাবেশে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

দক্ষিণ জেলা মহিলা আ. লীগের প্রস্তুতি সভায় চেমন আরা তৈয়ব

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব বলেছেন, আগামী ২৮ অক্টোবর কর্ণফুলীর কেইপিজেড ময়দানে প্রধামন্ত্রীর সমাবেশে প্রত্যেক এলাকা, গ্রাম, পাড়ামহল্লা থেকে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজারের বেশি মহিলা অংশ নেবেন। সমাবেশ সফল করতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের দায়িত্ব দেয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালে চেমন আরা তৈয়বের গ্রামে বাড়ি পটিয়া বাসভবনে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেমন আরা তৈয়ব উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী আবিদা আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমী, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলমগীর আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু শাহাদাত মোহাম্মদ সায়েম, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিল্পী মিত্র মেম্বার, লাকী মেম্বার, শর্মিলা বৈদ্য, জোৎসনা হারুন, রিক্তা দাশ, ছেনোয়ারা বেগম, ছানোয়ারা আকতার, রেহেনা আকতার, রওশন আরা রোজী, দিপ্তী দে, ঝর্ণা দত্ত, ফেরদাউস বেগম, হোসেনে আরা বেগম, জেসমিন আকতার, শিপু আকতার, আঞ্জুমান আরা প্রমুখ। প্রস্তুতি সভায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক শতাধিক মহিলা আওয়ামী লীগ নেত্রীর অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণআন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে
পরবর্তী নিবন্ধসকল ভাতা চালু রাখতে আবারও নৌকায় ভোট দিন