প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান রোববার দিনগত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন। তার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি একা যাননি, সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিলো।’
রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন সাকিব। এরপর সন্ধ্যা নামতেই বিসিবি সভাপতি পাপনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে দেখা করে আসেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি। এদিকে গতকাল রাত ১টা ৪০ মিনিটে আইপিএল খেলতে দুবাইয়ের বিমানে উঠার কথা সাকিবের। তার সাথে মোস্তাফিজও একই ফ্লাইটে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী উদয়ন সংঘের ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঘরের মাঠে দল হিসেবে খেলতে পেরেছে বাংলাদেশ