প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল প্রদান

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৫৯ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দরিদ্র ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে কম্বল গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্‌মদের নিকট হতে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসব কম্বল গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,৫০,০০০ কম্বল প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত ২৮ অক্টোবর (বুধবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল প্রদান করেন ব্যাংকটির কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে সেগুলো তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। এছাড়া, মুজিব শতবর্ষ ২০২০ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের গৃহীত কার্যক্রমের সচিত্র অ্যালবামও প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল ইসলামী ব্যাংক : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ৭৫ হাজার পিস কম্বল প্রদান করেছে। ২৮ অক্টোবর গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকহাতে গাছের চারা অন্যহাতে ধর্ষণকে লাল কার্ড
পরবর্তী নিবন্ধএম এ ওহাব ছিলেন নীতি-নৈতিকতা ও আদর্শের প্রতি আমৃত্যু আপোষহীন