একহাতে গাছের চারা অন্যহাতে ধর্ষণকে লাল কার্ড

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৫৮ পূর্বাহ্ণ

লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে রাঙামাটি পুলিশ পলওয়েল পার্কে গতকাল বৃহস্পতিবার মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলওয়েল পার্কে বকুল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ।
সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ করানো হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিক, আব্দুল্লাহ আল মামুন, আহমেদ রায়হান, তাসফিন আহমেদ, বাদশাহ পাটোয়ারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর মাজার জেয়ারতে উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল প্রদান