নোয়াখালী ইস্কন মন্দিরসহ দেশের বিভিন্ন জেলার মন্দির, পূজা মণ্ডপ, সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বিগ্রহ ভাঙচুর প্রভৃতি ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ইসকন চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা, প্রশাসনের গাফিলতির জবাবদিহিতার নিশ্চিত করা, রাষ্ট্রীয় অর্থায়নে ক্ষতিগ্রস্ত মঠ-মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের পুনঃনির্মাণসহ ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, অধ্যক্ষ গদাধর দাস, অধ্যক্ষ গৌর হরি দাসসহ অন্যান্য ভক্তবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।