প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল বিভিন্ন উপজেলার গৃহহীন পরিবার

বৃহত্তর চট্টগ্রাম

আজাদী ডেস্ক | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেই আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে তৃতীয় পর্যায়ের এ কার্যক্রম হতে নেয়া হয়।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও থানার ওসি রফিকুল ইসলাম।


সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় ২৮টি পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্রের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন প্রমুখ।


নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছেন ৩০ গৃহহীন পরিবার। এ উপলক্ষে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পেল ২শতক জমিসহ সেমিপাকা ঘর। গতকাল উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী প্রমুখ ।


রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে ভূমি ও গৃহহীন ২০৬টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর। হতদরিদ্র লোকজন প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুবই খুশী।

এ উপলক্ষে রাঙামাটির কাউখালী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা প্রমুখ ।


বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘরে পেয়েছেন বাঁশখালী উপজেলার ১২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লোহাগাড়ায়ও ঘর পেয়েছেন ১৪৫ ভূমিহীন পরিবার। গতকাল মঙ্গলবার উপকারভোগী এসব পরিবারকে ২ শতক জমি, দলিল, নামজারি খতিয়ানসহ ঘরের চাবি তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ লোহাগাড়া উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল প্রমুখ।


মহেশখালী : মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীর ৩০টি ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার ঘর। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঘরের চাবি হস্তান্তর করেন আশেক উল্লাহ রফিক এমপি। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিমুল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০ তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধশিল্পপতি সৈয়দ মোহাম্মদ নূর উদ্দিনের ইন্তেকাল