প্রধানমন্ত্রীকে বরণে পর্যটন নগরীর বর্ণিল রূপ

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

আজ কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরে কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নবরূপে সাজানো হচ্ছে পর্যটন শহরকে। জননেত্রীকে স্বাগত জানিয়ে শহরজুড়ে শোভা পাচ্ছে রঙবেরঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও পোস্টার। কক্সবাজারে প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শনিবার সকালে তিনি টিকেট কিনে রেললাইন ও কক্সবাজার আইকনিক স্টেশনের পর্দা উন্মোচন করবেন। পরে সেখানে সুধী সমাবেশ শেষে তিনি ট্রেন নিয়ে রামু জংশন পর্যন্ত যাবেন। বিকালে মাতারবাড়ির টাউনশিপ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। দলীয় প্রধানকে বরণে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাঙা হয়েছে দলের তৃণমূল। ইতোমধ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণসংযোগ করছেন। জনসভায় প্রায় ৫ লক্ষ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

কক্সবাজার৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘কক্সবাজারবাসীকে না চাইতে দু’হাত ভরে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পালা। আমার নেতৃত্বে প্রায় ২০ হাজার মানুষ মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যোগ দেবে।’ প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনটাই মনে করছেন সুশীল মহল। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, আইকনিক রেললাইন স্টেশন ও রেললাইন ছাড়াও সমাপ্ত হওয়া ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফলক তৈরি করা হয়েছে। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরযোগ্য প্রকল্পগুলোর মোট ব্যয় ৫৩৪৬৭ দশমিক ৬২২৬ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধব্যানার, ফেস্টুনে সেজেছে দোহাজারী রেলওয়ে স্টেশন
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে দুটি কাজ করার নির্দেশনা কাদেরের