প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ গতকাল চট্টগ্রাম জেলার কোর্ট বিল্ডিং এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার বিভাগীয় স্পেশাল পিপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার বেগম।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যাপক মো. মাহবুবুল আলমের বিক্ষোভ সমাবেশের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর জিনোবোধি ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিখা চক্রবর্তী, অ্যাডভোকেট লুৎফুন্নাহার, অ্যাডভোকেট সুজিত মহাজন, মো. আবুল হাশেম তালুকদার, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, এইচ এম এন হোসেন, অ্যাডভোকেট এখতিয়ার, অ্যাডভোকেট মোহাম্মদ মুহিত, অ্যাডভোকেট আশীর্বাদ, অ্যাডভোকেট কেশব কুমার আচার্য, অ্যাডভোকেট অভিষেক, অ্যাডভোকেট নিলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, ডাক্তার ত্রিদিপ কুমার দে, মাস্টার আশীষ চৌধুরী, রতন কুমার প্রমুখ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কামরুন নাহার বেগম বলেন, বিএনপি প্রধানমন্ত্রীকে অসংখ্যবার খুনের চেষ্টা করেছে, আ.লীগের অনেক নেতাকে খুন করেছে। বিএনপি খুনিদের দল। তারা কথায় কথায় খুনের কথা বলে। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খুনের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠান করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।