চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা । পুরো ম্যাচে ভাল খেলেও গোল করতে না পারা চট্টগ্রাম টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাগতিক চট্টগ্রামকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে ফেনী জেলা দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। খেলার শুরু থেকেই বেশ আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক চট্টগ্রাম। কিন্তু গোলের দেখা পায়নি প্রথমার্ধে। তবে খেলার ২৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুন এক শট নিয়েছিলেন বেলাল। কিন্তু তার সে শট ক্রসবার ঘেষে চলে যায় বাইরে। ২৯ মিনিটে আরো একটি সুযোগ হারায় চট্টগ্রাম। এবার বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডিবক্সের ভেতর থেকে কোনাকোনি শট নিয়েছিলেন খোরশেদ। কিন্তু এবার তার শট ফেরান ফেনী জেলা দলের গোল রক্ষক। প্রথমার্ধের শেষদিকে আরো একটি সহজ সুযোগ পেলেও সেটাকে কাজে লাগাতে পারেনি চট্টগ্রামের স্ট্রাইকাররা। ফলে গোলশূণ্য থেকে বিরতিতে যেতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে চট্টগ্রাম জেলা। কিন্তু স্ট্রাইকাদের ব্যর্থতায় এই অর্ধেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে কপাল পুড়ে চট্টগ্রামের। টাইব্রেকারে চট্টগ্রামের পক্ষে রাশেদ, সুমন এবং ইকবাল গোল করেন। আকতারের শট রুখে দেন ফেনীর গোল রক্ষক। বেলালের শট ফিরে সাইডবারে লেগে। অপরদিকে ফেনী জেলা দলের পক্ষে মঈনুদ্দিন, রবিন, মাহাদি এবং রাফাত গোল করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেনর শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। বক্তব্য রাখেন টুর্নামেন্টের সমন্বয়কারী হাফিজুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস এর সাবেক সহ সভাপতি মোজাম্মেল হক, এস আলম গ্রুপের প্রতিনিধি হোসাইন রানা। অনুষ্ঠন পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজরুল ইসলাম লেদু।