যুক্তরাজ্যে বিস্ফোরণ মৃত চার

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি জল পরিশোধন কেন্দ্রে বিস্ফোরণে চার জন প্রাণ হারিয়েছেন। মৃতদের সবাই ওই সময় জল পরিশোধন কেন্দ্রে কাজ করছিলেন। এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। লন্ডন থেকে ১৯৫ কিলোমিটার দূরে ব্রিস্টলের শিল্পাঞ্চল এলাকার জল পরিশোধন কেন্দ্রটিতে বিস্ফোরণের পর সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, এর পিছনে জঙ্গিরা নেই। বিস্ফোরণের সময় ওই পরিশোধন কেন্দ্রে কয়েকজন কাজ করছিলেন। সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে চার জনের প্রাণহানি ছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে তার প্রাণহানির শঙ্কা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে বিস্ফোরণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচেই বিদায় স্বাগতিক চট্টগ্রাম জেলার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে : জারিফ