প্রথম বিভাগ ফুটবল লিগের দুটি খেলাই ড্র

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল রোববারের দুটি খেলাই ড্র হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ এবং ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবের খেলাটি ১১ গোলে ড্র হয়। লাকী স্টার ক্লাব ২৫ মিনিটে সাগরের গোলে এগিয়ে যায়। অব্যাহত চেষ্টার পর ৬৭ মিনিটে বিসিআইসি’র বিল্লাল গোল করে সমতা আনেন। ৩ খেলা শেষে লাকী স্টার ক্লাব ৭ এবং বিসিআইসি ২ পয়েন্ট পেয়েছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ সাগর। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিডিএফএ কাউন্সিলর বিশ্বজিৎ সাহা।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স এবং চট্টগ্রাম জেলা পুলিশ ২২ গোলে ড্র করে। খেলার ২০ মিনিটে শাকিলের সেন্টারে হেড করে রেলওয়ে দলকে এগিয়ে নেন সাকিব (বড়) ()। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে সমতায় ফিরে পুলিশ একাদশ। বক্সে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টি পায় তারা। রায়হানের পেনাল্টি জালে গেলে খেলায় সমতা আসে ()। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে বক্সের ডানপ্রান্ত থেকে ভাসিয়ে দেয়া বলে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন সাকিব বড় ()। এগিয়ে যায় রেলওয়ে রেঞ্জার্স।

এরপর পরস্পরের আঘাতের কারণে পুলিশের আনিস ও রেলওয়ে’র মনিকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়। জেলা পুলিশ দল খেলার ৩৯ মিনিটে আবারো সমতা আনে। অভিজ্ঞ বিশ্বেশ্বর মাঝমাঠ থেকে বল পাঠান। ফাঁকায় পেয়ে তা বদলি নোমান আল করিম গোলে পরিণত করেন দুর্দান্ত শটে ()। ৩ খেলা শেষে রেলওয়ে রেঞ্জার্স ৪ এবং চট্টগ্রাম জেলা পুলিশ ২ পয়েন্ট পেয়েছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম জেলা পুলিশ দলের খেলোয়াড় বিশ্বেশ্বর বড়ুয়া। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম। ১ম বিভাগ ফুটবল লিগে আজ বিকাল ২.৪৫টায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কল্লোল সংঘ পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্রীড়াশিক্ষা বৃত্তির চেক বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধবুন-ডি সিলভা মিয়াঁদাদ স্মিথদের কাতারে কোহলি