কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব বড় জয় পেয়েছে। নিজেদের আগের খেলায় লাকী স্টার পরাজিত হয়েছিল চসিক গ্রীনের কাছে। গতকাল সোমবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় লাকী স্টার ১৬৪ রানের ব্যবধানে শতদল ক্লাবকে পরাজিত করে। শতদলও নিজেদের প্রথম খেলায় হার মেনেছিল সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার কাছে।
গতকাল টসে জিতে লাকী স্টার প্রথমে ব্যাট করতে নামে। রাদোয়ান হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ৪৮.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২৭০ রান সংগ্রহ করে। রাদোয়ান ৭৯ বল খেলে ৮টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। দলের অন্যদের মধ্যে তালহা জুবায়ের ৩৯,মাহফুজ হোসেন ২৯,মিনহাজুল ২৬, কাজী মো. জুবায়ের ১৯,সোহানুর রহমান ১৮ এবং মো. আরিফ ১৭ রান করেন।
শতদলের মিরাজুল ইসলাম মুন ৪টি এবং ফজলে রাব্বী ২টি উইকেট নেন। জবাবে শতদল ক্লাব ২৩.৩ ওভার খেলে ১০৬ রানে সবাই আউট হয়ে যান। দলের হয়ে মিরাজুল ইসলাম ২৪, নওশাদ ইকবাল ২০ এবং ওসমান গনি ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। লাকী স্টার ক্লাবের সোহানুর রহমান ৩টি,মাহফুজ হোসেন এবং মিনহাজুল ২টি করে উইকেট নেন।