প্রথম ওয়ানডের ভেন্যু ডুনেডিনে এখন তামিমরা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ক্রাইস্টচার্চের বন্দী জীবন। এরপর কুইন্সটাইনের মুক্ত জীবন পেরিয়ে বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ডের আরেক শহর ডুনেডিনে। আর সে শহরেই হবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। আগামী শনিবার প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখী হবে তামিম ইকবালের বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছেও গেছে টিম বাংলাদেশ। শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে। নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মুশফিকরা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি করোনাকালে টাইগারদের বিদেশের মাটিতে প্রথম দেশের বাইরে কোন সফর। আর এই সিরিজ খেলতে গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। প্রথমে ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। যেখানে প্রথম কয়েকটা দিন একেবারেই ঘরবন্দি কাটাতে হয়েছে বাংলাদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের। কোয়ারেন্টাইন চলাকালে চারবার করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে অনুশীলন ক্যাম্পের জন্য কুইন্সটাউনে যায় বাংলাদেশ দল। সেখানে মনোরম পরিবেশে পাঁচদিনের অনুশীলন ক্যাম্প করে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম জলাধারে ‘সবুজ সোনা’
পরবর্তী নিবন্ধখেজুরতলা সমাজ উন্নয়ন পরিষদের উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন