প্রথম আলো সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ গতকাল এই জামিন মঞ্জুর করে।

আগাম জামিনের শুনানির জন্য মতিউর রহমান এদিন আদালতে উপস্থিত হন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও সুদীপ চ্যাটার্জি। খবর বিডিনিউজের।

আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, শুনানীকালে আমরা আদালতকে বলেছি, প্রকাশিত খবরের সংশোধনী দেওয়া হয়েছে, তা হলে মামলা কেন হলো? তাছাড়া বাদী প্রেস কাউন্সিলে যেতে পারতেন। এ ব্যাপারে বিচারক ‘তাই তো’ বলে সম্মতির কথা জানিয়েছেন।

স্বাধীনতা দিবসে এক সংবাদ প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্যউপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী মশিউর মালেক। ওই মামলায় পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নাম উল্লেখ না করে একজন ‘সহযোগী ক্যামেরাম্যানকে’ আসামি করা হয়েছে মামলার এজাহারে।

পূর্ববর্তী নিবন্ধমোটর সাইকেলটি তারা যেভাবে ছিনতাই করেছিল
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হবে : আইনমন্ত্রী