প্রথমবারের মতো ভেনেজুয়েলায় হামলা চালানোর কথা জানালেন ট্রাম্প

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি এলাকায় আঘাত হেনেছে যেখানে নৌযানগুলো মাদকে ভরা ছিল।

তার এ বক্তব্যের মধ্য দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ সৃষ্টির অভিযান শুরু করার পর থেকে প্রথমবারের মতো ওয়াশিংটন দেশটিতে স্থল অভিযান চালিয়েছে বলে জানা গেল। সোমবার ট্রাম্প বলেছেন, যেখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে সেই জেটি এলাকায় বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে।

আমরা সবগুলো নৌকায় আঘাত হেনেছি আর এখন আমরা ওই এলাকায় আঘাত হানছি, এটি বাস্তবায়ন এলাকা। যেখানে তারা বাস্তবায়ন করে আর সেটি আর নেই। রয়টার্স লিখেছে, কোন লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে আর মার্কিন সরকারের কোন অংশ কাজটি করেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। আক্রমণটি সিআইএ চালিয়েছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি এটা বলতে চাই না।

পূর্ববর্তী নিবন্ধপুতিনের বাসভবনে হামলার চেষ্টার অভিযোগ রাশিয়ার
পরবর্তী নিবন্ধ২০২৬ সালে ফের সংঘাতে জড়াতে পারে ভারত-পাকিস্তান