প্রত্যাশার জয়

মুহাম্মদ মুজিবুর রহমান | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দুর্বৃত্তদের কপাল পুড়েছে
তলে তলে নয়, দলে দলে
মচ্ছবে মেতেছে তারা
আত্মপ্রকাশে;
আটকা পড়েছে আইনের শেকলে
তুলনায় অনেক অনেক কম;
ধরা পড়েছে আর পড়ছে
সাধারণ মানুষের দিব্যি চোখে
বিরক্তিকর পঙ্গপালের মত;
জাত নেই, শ্রেণি নেই, এমন
তাদের পোড়ামুখ
বেরিয়ে আসছেই হরদম।
কপাল কি খুলেছে তাদের,
প্রতিপক্ষ ভালরা, ক্ষতবিক্ষত
আঘাতে অপঘাতে দুর্বৃত্তদের;
চেতনা আছে
শক্তি নেই ওঠে দাঁড়াবার;
সাহসও কমেছে
শক্তি যা আছে
তার সবকিছু একসাথে দেবার;
যেমনটি দিয়েছিল প্রাণ একাত্তুরে
দুর্ভাগা ত্রিশ লক্ষ শহীদ প্রবর,
দিয়েছিল পঁচাত্তরে জাতীয় চার নেতা,
অষ্টাশিতে পটুয়া কামরুল হাসান,
নব্বুই-এ নুর হোসেন।
বিনিময়ের মুখ যে এজাতি
দেখেনি তা মোটেও নয়,
কিন্তু বারবার শক্তিমদে
মত্ত হয়ে এসেছে শকুনির দল,
শত্রুশিবির নতুবা ঘরের;
আগলেছে অর্জনের
ভাণ্ডটা পুরো;
বঞ্চিত করেছে প্রত্যাশার
প্রতিক্ষার্থীদের।
ভয় নেই-
মরে না প্রত্যাশা তবু
মরতে পারে না তা
হবে হবে সত্যের জয় একদিন;
ইতিহাস বলে দেয়
দুর্বৃত্তের জ্বলন্ত ভষ্ম থেকে
উঠে আসে সত্যের জয়ধ্বনি
ভেসে আসে সুশীতল
হাওয়ার প্রলেপ;
গড়ে ওঠে
সভ্যতার বটবৃক্ষ একদা,
থাকব না আমি যেথা
থাকবে শুধু এ অযোগ্যের
উত্তরপুরুষ;
থাক থাক থাক
থাক তোরা
চিরকাল অনন্ত সুখে।

পূর্ববর্তী নিবন্ধনষ্টক্ষত
পরবর্তী নিবন্ধগুণীজনদের সম্মাননা জানানোর মাধ্যমে মেধা ও সৃজনশীলতার বিকাশ সম্ভব