প্রতি বস্তা প্লাস্টিক বর্জ্য ১০০ টাকা

রাউজানে কর্মসূচিতে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের কোনো এলাকার পথঘাট, হাটবাজার, বাড়ির আঙিনায় ময়লা-আবর্জনা দেখতে চাই না। পলিথিন, প্লাস্টিকের মতো পরিবেশ দুষণকারী অপচনশীল পদার্থ পথেঘাটে, কৃষিজমিতে যাতে দেখা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
গতকাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে টোকাই ও গরিব মানুষের কাছ থেকে প্রতি বস্তা একশ টাকা করে বর্জ্য কেনার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বর্জ্য কেনার কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যতিক্রমী কর্মসূচিতে অনেকেই স্বাবলম্বী হয়েছে। ইউনিয়ন পরিষদসমূহের জনপ্রতিনিধিরাও এই কর্মসূচি অনুসরণ করতে পারে।
মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, এক মাস ধরে রাউজান পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ময়লা আবর্জনা ক্রয় বিক্রয়ের সপ্তাহিক হাট বসানো হচ্ছে। টোকাই ও বেকার মানুষ পাড়া ও হাটবাজারে সৃষ্ট বর্জ্য সংগ্রহ করে হাটে এনে বিক্রি করছে বস্তা প্রতি ১০০ টাকা। মেয়র জমির উদ্দিন পারভেজ এসব বর্জ্য নগদ টাকায় কিনে পৌর এলাকার নির্দিষ্ট স্থানে মজুদ করছেন। মেয়র জানান, এক মাসে প্রায় তিন হাজার বস্তা বর্জ্য কিনেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে
পরবর্তী নিবন্ধদুর্গম ধোপাছড়িতে টিসিবির পণ্য