প্রতি কেজি রেণুর দাম এক লাখ ৪০ হাজার টাকা

এবার মূল্য দিগুণ

হাটহাজারী ও রাউজান প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

হালদা নদীতে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু গতকাল রোববার থেকে বিক্রি শুরু হয়েছে। এবার প্রতি কেজি রেণু বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকায়। এ বছর নদী থেকে কম ডিম সংগৃহীত হওয়ায় রেণুর দাম দ্বিগুণ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদীতে লবণাক্ত পানি ঢোকায় মা মাছ ডিম কম ছেড়েছে। এছাড়া হ্যাচারির অব্যবস্থাপনার কারণেও ডিম নষ্ট হয়ে গেছে। ডিম কম পাওয়ার পাশাপাশি ডিম নষ্ট হওয়ার কারণে এবার রেণুর দাম বেশি। গত বছর প্রতি কেজি রেণু বিক্রি হয়েছিল ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকায়। সেই রেণু এবার বিক্রি হচ্ছে ১ লাখ ৪০ টাকায়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন বলেন, রোববার থেকে রেণু বিক্রি শুরু হয়েছে। ডিম কম পাওয়ায় রেণুর দাম বেশি।
মৎস্যজীবীদের হিসাব অনুসারে, কেজিতে প্রায় দুই লাখ রেণু পাওয়া যায়। হালদার রেণু উৎপাদনকারীরা জানান, রাউজান-হাটহাজারীর মৎস্য বিভাগের চারটি হ্যাচারির মধ্যে তিনটিতে ডিম ফুটিয়ে তারা সফলতা পেলেও অপর একটিতে (শাহ মাদারী হ্যাচারি) যারা ডিম নিয়েছেন তাদের কপাল পুড়েছে। সেখানে লোনা পানির কারণে প্রায় ডিম নষ্ট হয়ে গেছে। এই হ্যাচারিতে মিঠা পানির যোগান না থাকায় ব্যবহার করা হয়েছিল নদীর লোনা পানি। এছাড়া মাটির কুয়ায় যারা ডিম ফোটানোর ব্যবস্থা করেছিল তাদের কুয়ায়ও লোনা পানি ঢুকে পড়ায় একই অবস্থা হয়েছে।
গতকাল থেকে পূর্ণমাত্রায় রেণু বিক্রি শুরু করেছেন মৎস্যজীবীরা। এই সুযোগে ক্রেতাদের সাথে অসৎ রেণু বিক্রেতারা যাতে প্রতারণা করতে না পারে সেজন্য তারা ক্রেতাদের সতর্ক করেছেন। তাদের আশঙ্কা, হালদা পাড়ের কতিপয় অসৎ ব্যবসায়ী বাইরের রেণু এনে হালদার রেণু হিসাবে বিক্রির চেষ্টা করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচলমান বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজ, বেড়েছে দাম