প্রতি কেজি খেজুরের সর্বোচ্চ দাম উঠেছে ১৯০ টাকা, কেমিক্যালের ৪০ টাকা

চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে প্রতি কেজি খেজুরের সর্বোচ্চ দর উঠেছে ১৯০ টাকা। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব খেজুরের সংরক্ষিত মূল্য নির্ধারণ করে ৪৫০ টাকা। অন্যদিকে কাস্টমস নির্ধারিত ৪৫৪ টাকা কেজি দরের কেমিক্যালের সর্বোচ্চ দর উঠেছে প্রতি কেজি মাত্র ৪০ টাকা। গতকাল দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার দুই পণ্যের প্রকাশ্য নিলামে এই দর পাওয়া গেছে। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, নগরীর রফিক এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান ২১ টন ৪০ লাখ টাকা বিড করে। কাস্টমস কর্তৃপক্ষ এসব খেজুরের দাম নির্ধারণ করে ৯৪ লাখ ৪৯ হাজার ৩৫৬ টাকা।

অপরদিকে নগরীর আরেক প্রতিষ্ঠান এ আর এ ট্রেডার্স ১৫ টন কেমিক্যাল ৬ লাখ ১০ হাজার টাকা বিড করে। প্রতি কেজির দাম উঠেছে মাত্র ৪০ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, নিলামে সর্বোচ্চ দরদাতার পক্ষে পণ্যের রাসায়নিক পরীক্ষায় বর্ণনা সঠিক প্রমাণিত হলে এবং আমদানি নীতি আদেশ ২০২১২০২৪ এর শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাসের অনুমতি প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ক্যাম্পাসে চালু হচ্ছে ই-কার সেবা, উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধ ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত