৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টা থেকে সিআরবি সিরিষতলায় বর্ণিল আয়োজন, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় আলোচনা সভা পরবর্তী শোভাযাত্রা বের হয় নগরীতে। তার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত এবং কেক কাটার মাধ্যমে প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু হয়। সকাল থেকে সংগঠনটির কলেজ থানা ওয়ার্ড নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সিআরবি সিরিষতলা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, নাজমুল হাসান রুমি, ইয়াসির আরাফাত কচি, রুমেল বড়ুয়া রাহুল, জয়নাল উদ্দিন জাহেদ, শাহিন মোল্লা, ওমর ফারুক, নাঈম রনি, নোমান চৌধুরী, রনি মির্জা, সুজন বর্মন, শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক, ইরফানুল আলম জিকু। আবু তারেক রনি, হাসানুল আলম চৌধুরী সবুজ, মিয়া মো. জুলফিকার, মিনহাজুল আবেদীন সানি, ওসমান গনি বাপ্পি, এম এ হালিম শিকদার মিতু, শাহরিয়ার হাসান, মাহমুদুল হাসান রনি, আবু হানিফ রিয়াদ, আব্দুল আহাদ, শফিকুল ইসলাম পারভেজ, শেখ শরফুদ্দিন সৌরভ, সাইফুল ইসলাম রুবেল, মিজানুর রহমান, শাহজাহান সাজু, কায়সার মোহাম্মদ রাজু, শুভ ঘোষ।
নগর ছাত্রলীগের অপর গ্রুপের কর্মসূচি : মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু করে কোতোয়ালী, নিউ মার্কেট সড়ক মার্কেট প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শফর আলী ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিকের সভাপতিত্বে ও সহসভাপতি রেজাউল আলম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম দিদার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন বাবর, আব্দুল খালেক, ওয়াহেদ রাসেল, অসিউর রহমান, মোঃ সোহেল, আশরাফুল ইসলাম, মুনির চৌধুরী, রাশেদ চৌধুরী, রায়হানুল কবির শামীম, শাহেদ মিজান, অরভিন সাকিব ইভান, ওসমান গনি, সাব্বির সাদিক, আবু সায়েম সেতু, অভি চৌধুরী, অভিজিৎ দে ঝুমুর, সুজায়মান বড়ুয়া জিতু, আবু সায়েম, গাজী আক্কাস, নুরুল হক মনির, ফাহাদ আনিস, সাখওয়াত হোসেন পেয়ারু, তানজীরুল হক, জালাল আহমেদ রানা, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার হোসেন শায়ান।












