ঢাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারি, সম্পাদক আহত

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মারামারিতে আহত হয়েছেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের ডান পাশে নেতাকর্মীদের অবস্থান নিয়ে এই মারামারি বাঁধে। খবর বিডিনিউজের।
মারামারির পর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৩টায়। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন সম্পাদক লেখক। অনুষ্ঠান শুরুর ঠিক আগে মঞ্চের পাশে সংগঠনটির নেতাকর্মীরা হাতাহাতি, চেয়ার ও ইট ছোঁড়াছুঁড়িতে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হলের নেতাকর্মীদের মধ্যে এই মারামারি বাঁধে অবস্থান নেওয়া নিয়ে। তা দেখে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক পরিস্থিতি শান্ত করতে সেখানে যান। তখন লেখকের মাথায় ইটের আঘাত লাগে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০ থেকে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও ঢাকা কলেজের ছাত্রও রয়েছে।
পরে মঞ্চ থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে মাটি কাটায় লোহাগাড়ায় ডাম্প ট্রাক ও এক্সকেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে অসামপ্রদায়িক দেশ বিনির্মাণের অঙ্গীকার ছাত্রলীগের