প্রতিমাবাহী গাড়িতে ঢিল ছুড়ে মারার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গি বাজারের একটি পূজামণ্ডপে দুর্গা প্রতিমা নেওয়ার সময় ঢিল ছুঁড়ে প্রতিমা ভাঙার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন মো. কবির (৪২), মো. দুলাল (৩৫) ও মো. ইকবাল হোসেন (৩২)। এদের মধ্যে কবিরের নাম মামলার এজহারনামায় উল্লেখ আছে। অন্য দুজনের নাম মামলায় না থাকলেও হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে বলে কোতোয়ালী থানা পুলিশ জানান। কবির ছাড়া মামলার অন্য আসামিরা হলেন মো. কামাল (৩৪), মো. কামরুল (২৮) ও মো. বেলাল (৩০)।
এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে জানান, শিববাড়ি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। ঘটনায় এজাহারনামায় উল্লেখিত মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামীকাল ১৪ অক্টোবর মহানগর হাকিম আদালতে রিমাণ্ড শুনানি হবে।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবু সাঈদ চৌধুরী
পরবর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৬৩.০৬ কোটি টাকা