উপযুক্ত প্রশিক্ষন ও বিশেষ যত্ন পেলে অটিজম শিশুরাও দেশ ও সমাজের জন্য সম্পদ হিসেবে গড়ে ওঠতে পারে বলে মন্তব্য করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী। নিষ্পাপ সমম্বিত বিদ্যালয়ের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কালে তিনি আরো বলেন, অটিজম মস্তিস্কের বিকাশজনিত একটি সমস্যা। এ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অবহেলা নয়, বিশেষ যত্ন ও যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে তাদের মস্তিস্কের বিকাশে বাধাগুলোকে দূর করা সম্ভব। তাদের যে বিশেষ চাহিদা রয়েছে তা পূরণে আমাদেরকে সামাজিক সচেতনতা তৈরী করতে হবে।
এতে তারাও সমাজের সম্পদে পরিনত হবে। অটিজম সমস্যা কমাতে আমাদের আরো কিছু সচেতনতা দরকার। বিশেষ করে শিশুর গর্ভাবস্থায় মায়েদের এবং পরিবারের সকলকে বিশেষ সচেতন থাকা প্রয়োজন।
প্রধান শিক্ষক সোমা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাধারন সম্পাদক টিংকু চৌধুরীর সঞ্চালনায় গতকাল শনিবার শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।