সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হল রুমে অনুষ্ঠিত হয়। পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে এর সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিপল’স এইড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পিপল’স এইড ইন্টারন্যাশনালের পরিচালক সেলিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী রিপন, আব্দুল মান্নান, এড. প্রতাপ পাল, মঞ্জুর আলম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইমরান ইসলাম। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও এই সমাজের একজন। রাষ্ট্র ও সমাজ উন্নয়নে তাদেরও ভূমিকা রয়েছে। কোন ভাবেই প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখা যাবে না। তারাও তাদের মেধাশক্তি দিয়ে ইতোমধ্যে জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধিদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। মানবিক এবং মহতি কাজে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোর আর দুঃখ কষ্ট থাকবে না। পরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে পিপল’স এইড ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












