প্রতিদিন দুই হাজার মানুষের ইফতার

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস মসজিদে আবারও জমে উঠেছে ইফতার আয়োজন। গতকাল সরেজমিনে গিয়ে এ চিত্রটি দেখা যায়। মসজিদ সংলগ্ন মাঠ জুড়ে সারি সারি লাইনে বসে মাগরিবের আজানের অপেক্ষা করছেন মানুষ এবং হুজুরের দেয়া বয়ান শুনছেন। বয়ান দিচ্ছিলেন মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী। তিনি তার বয়ানে রমজানের গুরুত্ব ও করণীয় নিয়ে নানা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। করোনার জন্য দুই বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এ ইফতার আয়োজন পুনরায় শুরু হয়েছে। এতে রোজাদাররাও বেশ খুশি। তারা বলছেন, মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার মানে ভিন্ন কিছু, ভিন্ন আমেজ। তাই প্রতিবার এ আয়োজনে ছুটে আসা।
গতকালের উন্মুক্ত এ আয়োজনে এসেছিলেন দামপাড়ার নুরুল ইসলাম। তিনি আজাদীকে বলেন, মহিউদ্দিন চৌধুরী থাকতেও রোজ আসতাম। আজও এসেছি। ভালো লাগে তাই এখানে ইফতার করি। পাশাপাশি হুজুরের বয়ানও শুনি। এতে ইসলাম, রোজা, নামাজ সম্বন্ধে অনেক কিছু শেখা যায়।
এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন আজাদীকে বলেন, করোনায় বন্ধ ছিল আমাদের আয়োজন। এখন করোনা নেই, তাই ফের শুরু হয়েছে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ এখানে ইফতার করতে পারবেন। কারো জন্য বাধা নেই, যে কেউ এসে ইফতার করতে পারবেন। তিনি বলেন, প্রথম রোজা থেকে আমরা এ আয়োজন শুরু করেছি। এটি পুরো রমজান মাস চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ ওভারেই অলআউট!
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেন