প্রতিদিন দীর্ঘ হচ্ছে ক্রেতাদের লাইন

রাঙ্গুনিয়ায় টিসিবির পণ্য বিক্রি অব্যাহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। টিসিবির ট্রাকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেঁজুর ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ক্রেতাদের লাইন। গতকাল বুধবার সকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালানো হয়। এদিন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর উল্লাহ। টিসিবির পরিবেশক মেসার্স জমির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জমির বলেন, গেল রমজানের মতো এবারও সরকার নির্ধারিত সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়াতেও টিসিবির পণ্য বিক্রয় চলছে। প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকে উপজেলার বিভিন্ন স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে। জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে সরকারি বিপণন সংস্থা টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ বন্দরে মিয়ানমার নাগরিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা মৌলভীকে টর্চের আঘাতে খুন