কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এডিশনাল পিপি এডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু। সঞ্চালনা করেন চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি লায়ন এস. এম. সালাহ্উদ্দিন সামির। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, প্রতিটি শিশু তার অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা আমাদের কর্তব্য। যুগে যুগে কবি সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে মানুষের অধিকারের কথা বলেছেন। প্রত্যেক ধর্মের প্রবক্তা মানুষের কল্যাণের কথা বলে গেছেন। বিদায় হজ্বে হযরত মুহাম্মদ (সা.) তার বক্তব্যে মানুষের অধিকারের কথা নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান গবেষক লেখক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মুক্তিযোদ্ধা শাহ্ আলম নিপু।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহানগরের সদস্য সচিব আবু সাদাত মো. সায়েম, দক্ষিণ জেলার সংগঠক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি দক্ষিণের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, মোহরা ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, মুক্তিযোদ্ধা অজিত কুমার শীল, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মো.মোজাহেরুল আলম, কামাল আহমেদ বাবুল, এম.এ. আজাদ চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।