প্রতারণা মামলায় মডেল রোমানা রিমান্ডে

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

সৌদি প্রবাসী এক বক্তিকে প্রতারিত করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজ্ঞাপনশিল্পী রোমানা ইসলাম স্বর্ণাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গ্রেপ্তার স্বর্ণাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেছিল পুলিশ। গত মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয় ঢাকা মহানগর হাকিম আদালতে।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মন্ডল জানান, মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের আবেদন করলেও মহানগর হাকিম মামুনুর রশীদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে স্বর্ণার পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করে দেন বিচারক।
প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা এবং ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
কামরুলের অভিযোগ, স্বর্ণা তাকে ফাঁদে ফেলে তার কাছ থেকে অনেক স্বর্ণালঙ্কার, ফ্ল্যাট ও গাড়ি হাতিয়ে নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আট মৃত্যু
পরবর্তী নিবন্ধসুরক্ষা অ্যাপে মিলছে করোনা টিকার সনদ