রাউজানের আবুরখীল গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত ড. প্রণব বড়ুয়া, শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তম বড়ুয়াসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তির নামে কতিপয় ব্যক্তি ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগ করে থানায় জিডি করেছেন ডা. উত্তম বড়ুয়া। তিনি ঢাকার শেরে বাংলানগর থানায় করা জিডিতে উল্লেখ করেছেন, গ্রামের ৫ বিশিষ্ট ব্যক্তির নামে দুর্বৃত্তদের অপতৎপরতায় গ্রামবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা দুষ্টচক্রের এমন তৎপরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী এই গ্রামের কৃতি সন্তানদের ছবিতে জুতার মালা পরিয়ে দুর্বৃত্তরা ফেসবুকে ছেড়ে নানা ধরনের আপত্তিকর পোস্ট করছেন। যেসব আইডি থেকে এই পোস্ট দেয়া হয়েছে সেসব আইডির নাম তিনি জিডিতে উল্লেখ করেছেন।
গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ত্রিদীপ বড়ুয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বপন বড়ুয়া, মুক্তিযোদ্ধা দিলীপ বড়ুয়াসহ অনেকেই অভিযোগ করে বলেছেন, এসব ঘটনার নেপথ্যে রয়েছেন বহিরাগত একজন বৌদ্ধ ভিক্ষু। ওই ভিক্ষু নিজের ফায়দা লুটতে গ্রামের টাউট প্রকৃতির কতিপয় লোককে ব্যবহার করছে। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।