‘প্রকৌশলীরা প্রাযুক্তিক অগ্রযাত্রার সৈনিক’

ইডিইউতে ইঞ্জিনিয়ারিং ডে

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৪ অপরাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আয়োজিত দুদিনব্যাপী ‘ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে ২০২২’র পর্দা নামলো। সারা দেশ থেকে প্রায় শতাধিক প্রতিযোগী ও ৪১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী সুফি মিজানুর রহমান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে মেধাবী হয় ঠিকই, কিন্তু চর্চা ব্যতীত তা প্রস্ফুটিত হয় না। ক্রমাগত চর্চায় মেধা শানিত হয়। প্রকৌশলবিদ্যায়ও মেধার পাশাপাশি চর্চা গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং ডে’র মতো প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মেধার চর্চা অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠছে দেশের আগামী প্রজন্ম।
স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার ছিলেন আইট্রিপলই বাংলাদেশ সেকশনের সভাপতি ও চুয়েটের ডিন প্রফেসর ড. এম মশিউল হক। তিনি বলেন, মানবজাতির অগ্রযাত্রার হাতিয়ার প্রযুক্তি। দিনদিন নিত্যনতুন সমস্যার সমাধানে মানুষ দ্বারস্থ হচ্ছে প্রযুক্তির। আর এই প্রাযুক্তিক অগ্রযাত্রায় আমাদের সৈনিক হলো প্রকৌশলীরা।

প্রতিযোগিতায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় হ্যাকাথনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইডিইউর ডট কানেক্ট ও টিম মাসো দল, প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের ফ্যান্টম ট্রুপ, প্রথম রানার আপ হয়েছে আইআইইউসি লিলিপুটস, দ্বিতীয় রানার আপ হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি টার্নারি রুটেড ট্রি, আইডিয়া কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে ইডিইউর নুজহাত তাবাসসুম ফারাহ, রানার আপ হয়েছে আইআইইউসির টিম আমিগো, রোবটিক্স কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ডাইনামিক স্পার্ক, রানার আপ হয়েছে ওয়াল-ই ইডিইউ, প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের আসিফ আলম এবং ইডিইউর রাফাদুল আলম ও মুহাম্মদ সালাউদ্দিন। ইডিইউর শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দু’দিনের দুদিনব্যাপী এ প্রতিযোগিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে কর্মবিরতি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ট্যানেলের সাথে বাঁশখালী সড়কের সংযোগ দাবি