প্রকৃত মুসলমানরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না : ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, প্রকৃত মুসলমান সমাজে কখনো বিশৃঙ্খলা সৃৃষ্টি করতে পারে না। করোনাকালীন আমরা অনেক ভাই-বন্ধুকে হারিয়েছি। তখন মানুষের চিন্তা চেতনা ভাল হয়ে গিয়েছিল। করোনা চলে যাওয়ার পর মানুষ আবার মারামারি, হানাহানি, জমি দখলসহ নানা অনিয়ম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

গতকাল শুক্রবার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পড়ুয়া পাড়া পলিয়াপাড়া বায়তুল নুর জামে মসজিদ এ জুমার নামাজ শেষে স্থানীয় খোর্দ গহিরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আবদুল গফুরের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠনে বক্তব্য প্রদানকালে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, আমরা গত বিশ বছর আগে বাংলাদেশে এই উন্নয়ন কল্পনাও করতে পারিনি। কিন্তু আজকে কী অবস্থা। প্রধানমন্ত্রীর সাথে হেলিকপ্টারে করে কক্সবাজার যাচ্ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন তোমার এলাকাতো সিঙ্গাপুর হয়ে গেছে। আগামী বিশ বছর পর কী হবে সেটাও আমাদের কল্পনার বাইরে। সুতরাং সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখি। দেশে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা আমাদের সকলের উচিত।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমীন শরীফ, চেয়ারম্যান কাইয়ুম শাহ, সাবেক চেয়ারম্যান জানে আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় আইসিইউ চালু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধকোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না