সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামির দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নেশাগ্রস্ত দুই যুবককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার সংলগ্ন যমুনা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর মাজার বাড়ি এলাকার মো. আলমগীর (৩৪) ও মদনহাট মোল্লা বাড়ি এলাকার মো. জলিল (২২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল জানান, অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত ওই দুই যুবক মাতলামিসহ জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এমন খবর পেয়ে ভাটিয়ারী উত্তর বাজার সংলগ্ন যমুনা ব্যাংকের সামনের এলাকায় অভিযান চালানো হয়।