গত ১৫ ফেব্রুয়ারি দৈনিক আজাদীতে প্রকাশিত ‘ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ মামলার আসামি কারাগারে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ফিরিঙ্গী ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। উক্ত সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন- জমির আহমদ পারভেজ পিতা হাজী নাছির আহমেদ ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবলীগের সদস্য। তিনি কোনদিন বিএনপির রাজনীতি করেননি এবং উক্ত মামলার সাথেও জড়িত নন। চসিক নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে জড়ানো হয়। নেতৃবৃন্দ অবিলম্বে তার উক্ত মামলা প্রত্যাহার করার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন রফিকুল হোসেন বাচ্চু, রায়হান ইউসুফ, ফারুখ আহমেদ, হাসান মুরাদ বিপ্লব, নূর উদ্দিন চৌধুরী বাবুল, মনজুর হোসেন, লক্ষীপদ দাশ, আখতার উদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন, মোসলেহ উদ্দিন দিদার, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, আবদুল মাবুদ, হেলাল উদ্দিন, আবছার উদ্দিন, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমদ প্রমুখ।