প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রথম পাতায় ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ড-করোনায় প্রণোদনার নামে ভাগ-বাটোয়ারা’ শিরোনামে গত ২৬ অক্টোবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়- করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে এসএসসি-২০২০ এর ফলাফল তৈরিসহ নানাবিধ কাজ সম্পাদন ও অফিস কার্যক্রম পরিচালনার জন্য ৫ মে অফিস আদেশ প্রদান করা হয়। আদেশভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা করোনার ঝুঁকি নিয়ে এ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদন করেন। এতে ৫ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিয়েছিল। পরবর্তীতে আন্তঃবোর্ডের জুম মিটিং -এ আলোচনা মোতাবেক সাধারণ ছুটিতে বোর্ডের অতীব জরুরি কার্যাদি সম্পাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ভাতা প্রদান করা হয়। যা অন্যান্য বোর্ডের তুলনায় অনেকাংশে কম ছিল। ফলে এখানে ‘ভাগ-বাটোয়ারা’ হওয়ার মতো ঘটনা ঘটেনি উল্লেখ করে প্রতিবেদনের ‘ভাগ-বাটোয়ারা’ শব্দটি নিয়ে আপত্তি জানানো হয়েছে প্রতিবাদ পত্রে।
প্রতিবেদকের বক্তব্য : কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, এসএসসি-২০২০ এর ফলাফল তৈরি ও প্রকাশের লক্ষ্যে করোনা পরিস্থিতির সাধারণ ছুটির মধ্যে সব শিক্ষাবোর্ডকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করতে হয়েছে। কিন্তু সাধারণ ছুটির মধ্যে দায়িত্ব পালন করায় ‘করোনা কালীন প্রণোদনা’ নামে আলাদা ভাতা গ্রহণের তথ্য পাওয়া গেছে কেবল চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। যা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবহার না থাকায় আগেরগুলো নষ্ট, নতুন তিনটি নামবে আজ
পরবর্তী নিবন্ধখেলাধুলা মাঠে নামাতে চায় সিজেকেএস