‘প্যান্ডোরার বাক্স’ খুলতেই তোলপাড়

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

কর দুর্নীতির যে খতিয়ান প্রকাশ্যে এসেছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালীদের গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। কম করে ১২টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এ দোষে দোষী বলে দাবি করেছে সমপ্রতি ফাঁস হওয়া একটি রিপোর্ট। ‘প্যান্ডোরার নথিপত্র’ নামে ওই রিপোর্টে বলা হয়েছে, কর ফাঁকি দিতে রাষ্ট্রপ্রধানরা বিদেশি অ্যাকাউন্টে ঘুরপথে অর্থ চালান করছেন। একই ভাবে বিদেশে বেনামে বহুমূল্য বাড়ি, সম্পদও কিনেছেন কর বাঁচিয়ে। তদন্তমূলক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে গত রোববার এই রিপোর্ট প্রকাশ করে। এতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমরানের ঘনিষ্ঠজনদের নাম
পরবর্তী নিবন্ধমেয়াদ শেষে পৌরসভার দায়িত্ব ছাড়তে হবে বসবে প্রশাসক